ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ডাকসুর প্রথম কার্যকরী সভা আজ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৮, ২৩ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাকসুর প্রথম কার্যকরী সভা আজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত কমিটির প্রথম কার্যকরী সভা ও অভিষেক অনুষ্ঠান আজ।

শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অফিস সংলগ্ন আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের উপস্থিতিতে এ অনুষ্ঠান শুরু হবে।

একই সঙ্গে হল ছাত্র সংসদে নবনির্বাচিত কমিটির প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠান হবে স্ব স্ব হল ছাত্র সংসদে।

দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর সহ-সভাপতিসহ (ভিপি) দুটি পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা জয়ী হয়। আর ২৩টিতে জয়ী হয় ছাত্রলীগের প্যানেল।

এছাড়া ১৮টি হল সংসদের ১২টিতে জয়ী হয় ছাত্রলীগের প্যানেলে দাঁড়ানো নেতারা। বাকি হলগুলোর ভিপি, জিএসসহ বেশ কিছু পদে জয়ী হয় স্বতন্ত্ররা।

নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে বর্জন করে ছাত্রলীগ ছাড়া বাকি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা। পরে পুনঃতফসিলের দাবিতে নির্বাচন বর্জনকারীরা আন্দোলন করে।




রাইজিংবিডি /ঢাকা/২৩ মার্চ ২০১৯/ইয়ামিন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়