ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

ইউপি সচিবদের দশম গ্রেড স্কেল মর্যাদার দাবি

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউপি সচিবদের দশম গ্রেড স্কেল মর্যাদার দাবি

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন করে দশম গ্রেড স্কেলের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি(বাপসা)।

 

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

 

এছাড়া বেতন, বোনাস আনুতোষিক, লামগ্রান্ট, শ্রান্তি বিনোদন ভাতাসহ যাবতীয় অর্থ শতভাগ সরকারি কোষাগার থেকে  দেওয়ার ব্যবস্থা এবং ইউনিয়ন কর্মচারীদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশনের ব্যবস্থা নিশ্চিতকরণের দাবিও জানানো হয়।

 

মানববন্ধনে সংগঠনের সভাপতি শেখ হাসিবুর রহমান ৬ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেন, আশা করি এ সময়ের মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট বিভাগ। তবে এ সময়ের মধ্যে সরকার সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে দাবি বাস্তবায়নের ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনে শুরু করা হবে।

 

মানববন্ধন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি  দেওয়া হবে বলেও জানান তিনি।

 

মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাসুদ পারভেজ, সাবেক সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন, নির্বাহী সভাপতি আতিকুর রহমান, আব্দুল লতিফ মোল্লাসহ আরো অনেকে ছিলেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৬/মামুন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়