ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুষ্টিয়ায় জাতীয় ব্যুত্থান প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২৯ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় জাতীয় ব্যুত্থান প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

প্রশিক্ষণ নেওয়ার এক পর্যায়ের চিত্র

কুষ্টিয়া প্রতিনিধি : ‘ক্রীড়া, কল্যাণ ও আত্মরক্ষা’ শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় ১৯তম জাতীয় ব্যুত্থান প্রশিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় কুষ্টিয়া রাইফেলস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
এ সময় ব্যুত্থান কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রঞ্জু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসকভারি চ্যানেলে প্রদর্শিত বিশ্বখ্যাত সুপার হিউম্যান ও আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার আচার্য ড. এম এ কে ইউরী বজ্রমুনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যুত্থান কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ মিঠু, জাতীয় শ্যুটার সাইফুল আলম চৌধুরী রিংকি প্রমুখ।

 

সম্মেলন উপলক্ষে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফ্র্রি সেল্ফ ডিফেন্স কোর্স অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের আত্মরক্ষামূলক সাধারণ কৌশল শেখানো হয়।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দেশের সেরা অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম, ঢাকা এফএম ও চ্যানেল নাইন।
 
অনুষ্ঠান শেষে প্রশিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৫০জন ব্যুত্থান প্রশিক্ষক অংশ গ্রহণ করেন।

 


রাইজিংকিডি/কুষ্টিয়া/২৯ জুলাই ২০১৬/কাঞ্চন কুমার/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়