ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেতন-ভাতার দাবিতে বিসিসির কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেতন-ভাতার দাবিতে বিসিসির কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নিয়মিত ও অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা নগর ভবনের সামনে বিক্ষোভ করে। আগামী সোমবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে  তারা লাগাতর অবস্থান ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছেন।

বিক্ষোভরত বিসিসি’র কর্মচারীরা জানান, গত বছরের জুলাই মাস থেকে নিয়মিত ও অনিয়মিত মিলে সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীর বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে এ বছরের শুরুতে কর্মকর্তা-কর্মচারীরা অন্দোলনে নামলে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। এক মাসের বেতন পরিশোধ করা হলেও এরপর বেতন-ভাতা বন্ধ রয়েছে।

এ অবস্থায় তারা ফের আন্দোলনে নেমেছেন বলে জানান নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওহেদুজ্জামান জানান, তিনি সর্বাত্মভাবে আগামী সপ্তাহে বেতন দেওয়ার চেষ্টা করবেন। এ বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলবেন, যাতে দু-এক মাসের বকেয়া বেতন দেওয়া যায়।



রাইজিংবিডি/বরিশাল/২৩ মার্চ ২০১৭/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়