ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মঙ্গলে বুদ্ধের মূর্তি, সত্যি কি?

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১৬ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঙ্গলে বুদ্ধের মূর্তি, সত্যি কি?

মঙ্গল গ্রহে পাওয়া বুদ্ধের মূর্তির মতো মূর্তি

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গল গ্রহে এবার বুদ্ধের মূর্তির মতো একটি মূর্তি দেখা গেছে বলে দাবি করেছে মহাজগতে প্রাণের সন্ধান করা একটি সংস্থা।

 

ইউএফও সাইটিংস ডেইলি নামে ভিনগ্রহবাসীর সন্ধানকারী প্রতিষ্ঠান তাদের পর্যবেক্ষণ থেকে দাবি করেছে সৌরজগতের লাল গ্রহে মহামতী গৌতম বুদ্ধের একটি বিশাল পাথুরে মূর্তি পাওয়া গেছে

 

ইউএফও সাইটিংস ডেইলি মনে করে, মঙ্গলবাসী ধর্ম সম্পর্কে সব জানে। তারা পরকালেও বিশ্বাস করে।

 

‘মঙ্গল গ্রহে যে এক সময় বুদ্ধিমান প্রাণির অস্তিত্ব ছিল, ছবি থেকেই তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। এই ছবি দিয়েই জাতিসংঘের কাছে বিষয়টি পরিষ্কার করা যেতে পারে। কিন্তু নাসা চায় না, এই সত্য আর কেউ জানুক। কারণ তারা যেসব তথ্য পেয়েছে, তা ভাগাভাগি করতে বলা হবে তাদের।’ ইউএফও সাইটিংস ডেইলির স্কট সি ওয়ারিং এ কথা বলেছেন।

 

ওয়ারিংয়ের ভাষ্যানুযায়ী, মঙ্গল গ্রহে বুদ্ধের যে মূর্তি পাওয়া গেছে, তার মাথা, ঘাড়, বুক ও পেটের অংশ স্পষ্ট বোঝা যাচ্ছে।

 

এর আগে ভিনগ্রহবাসীর সন্ধানকারী একটি সংস্থা দাবি করে, মঙ্গলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মাথার প্রতিচ্ছবি, এক রহস্যময়ী নারী এবং সামরিক যান দেখা গেছে। কিন্তু এসবের যথাযথ যুক্তি কেউ উপস্থাপন করতে পারেনি এবং নাসাও এসব দাবির পক্ষে-বিপক্ষে কোনো মন্তব্য করেনি।

 

তবে সম্প্রতি মঙ্গলে আরো যেসব বিষয় পাওয়ার দাবি করা হচ্ছে, তার মধ্যে রয়েছে, ভাসমান চামচ, মঙ্গলবাসীর বানানো গুহা, গুহায় লুকানো কাঁকড়া।

 

মঙ্গল গ্রহ নিয়ে প্রায়ই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। এসব তথ্য যাচাইয়ের নিরপেক্ষ কোনো সূত্র না থাকায় লাল গ্রহটি এখনো পৃথিবীবাসীর কাছে রহস্যই হয়ে আছে। তবে মহাকাশবিজ্ঞানীরা আশা করছেন, হয়তো মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল বা আছে এবং ভবিষ্যতে সেখানে মানুষ বসবাস করলেও করতে পারে। সম্প্রতি নাসা জানিয়েছে, মঙ্গলে প্রবাহিত পানির সন্ধান পাওয়া গেছে। তাই যদি হয়, তবে সেখানে প্রাণের অস্তিত্ব থাকারই কথা। কিন্তু সত্যিই কি? তা এখনো অধরা থেকে গেছে।

 

তথ্যসূত্র : ডেইলি মেইল, জিনিউজ অনলাইন, ইউএফও সাইটিংস ডেইলি ওয়েবসাইট।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৫/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়