ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘দারিদ্র্যের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হবে’

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ৯ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দারিদ্র্যের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হবে’

আ হ ম মুস্তফা কামাল

অর্থনৈতিক প্রতিবেদক : ‘আমরা কেউই গরিব থাকতে থাকতে চাই না। গরিব মানুষ আমাদের সমাজে থাকুক তা আমরা চাই না। দারিদ্র্য একটি অভিশাপ। দারিদ্র্য থেকে সমাজকে মুক্ত করতে হবে।’

 

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার দলিল হস্তান্তর অনুষ্ঠানে ‘দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা হয়।

 

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনো মানুষই দুর্নীতিবাজ হয়ে জন্মায় না, চলার পথে কেউ কেউ তা হয়ে যায়। দুর্নীতির কারণ বের করতে পারলে সমাধান সহজে হবে।’

 

এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান উপস্থিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

 

আলোচনায় অংশ নেন বিশ্বব্যাংকের লিড ইকনোমিস্ট জাহিদ হোসেন ও ব্রাকের প্রাক্তন নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন। অনুষ্ঠানে মূল নিবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ সদস্য ড. শামসুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

 

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান তার বক্তব্যে বলেন, ‘অতি দরিদ্রদের প্রতি চরম অবিচার ও বৈষম্য রয়েছে। আমরা তা দূর করতে বদ্ধপরিকর।’

 

প্রাক্তন খাদ্য সচিব আব্দুল লতিফ মণ্ডল বলেন, ‘খাদ্যশস্যের উৎপাদন নিয়ে ধুম্রজাল সৃষ্টি হযেছে। উৎপাদনের তথ্য নিয়ে রাজনীতি করা ঠিক না। সরকার একদিকে বলছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অন্যদিকে ৫৩ লাখ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। কৃষি প্রবৃদ্ধি এখনও হতাশাজনক। আবার এই খাতে প্রবৃদ্ধি বাড়ানোর জন্য লক্ষমাত্রা নির্ধারণ করা হচ্ছে না।’

 

জাহিদ হোসেন বলেন, ‘দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি অর্জনে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধির সুবিধাকে কৃষি ও গ্রামীণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’

 

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কান্ট্রি ডিরেক্টর এ কে এম মূসা বলেন, ‘দারিদ্র্যের জন্য একই ধরনের পদ্ধতি ও নিয়ম সব অঞ্চলে সমভাবে কার্যকর নয়। এজন্য দারিদ্র্য বিমোচনে পরিকল্পনা ও বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে।’

 

ড. মাহবুব হোসেন বলেন, ‘দারিদ্র্য নিরসনে এখন শুধু ক্ষুদ্র ঋণের ওপর নির্ভর করলে চলবে না। কারণ ক্ষুদ্র ঋণ থেকে দরিদ্র জনগোষ্ঠী বেরিয়ে আসছে। এ ছাড়া কৃষি খাতে টেকসই প্রবৃদ্ধি দরকার। শস্য উৎপাদন-নির্ভর কৃষি থেকে বেরিয়ে আসতে হবে। এখন মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য নিরসন করতে হবে। এ ছাড়া কৃষকদের ফসলের নায্য মূল্য দিতে হবে। পরিবর্তন আনতে হবে সার্বিক শিক্ষা ব্যবস্থায়।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৫/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়