ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘সরকারের অর্জন ম্লান হয়ে যাচ্ছে’

নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সরকারের অর্জন ম্লান হয়ে যাচ্ছে’

সৈয়দ আবু হোসেন বাবলা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। এতে সফলতা আসলেও হত্যা, সন্ত্রাসসহ আইনশৃঙ্খলার অবনতি সরকারের অর্জন ম্লান হতে চলেছে।

 

রাজধানীর শ্যামপুর এলাকার বালুর মাঠে শনিবার বিকেলে স্থানীয় শ্যামপুর থানা জাতীয় পার্টি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, সরকার পদ্মা সেতু, ফ্লাইওভার নির্মাণ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রো রেল স্থাপনসহ একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রধানমনন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সহসায় উন্নত দেশে পরিণত হবে।

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়ে জাতীয় পার্টির শীর্ষপর্যায়ের এই নেতা বলেন, পঞ্চগড়ে হিন্দু পুরোহিত হত্যা, বাহুবলে চার শিশু হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে খুন, রাহাজানি ও ধর্ষণ ঘটছে। এতে দেশের মানুষ ভীত সন্ত্রস্ত্র। দেশে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

 

তিনি বলেন, জাতীয় পার্টির সরকারের সময়ই ছিল সোনালী আমল। মানুষ দুমুঠো খেয়ে শান্তিতে ঘুমাতে পেরেছিল। প্রাক্তন রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদকে আবারো ক্ষমতায় এনে জনগণের মাঝে শান্তি ফিরিয়ে আনতে হবে।

 

শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওছার আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর জাপা নেতা ইব্রাহিম মোল্লা, সুজন দে, শেখ মাসুক রহমান, মো. হানিফ, জাহাঙ্গীর হোসেন, মোতালেব হোসেন, মারুফ হাসান মাসুম প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৬/নঈমুদ্দীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়