ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৪ জুলাই সরকারি ছুটির প্রজ্ঞাপন

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ২৭ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪ জুলাই সরকারি ছুটির প্রজ্ঞাপন

সচিবালয় প্রতিবেদক : সরকার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছে এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে।

 

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি (এসেন্সিয়াল সার্ভিস) হিসেবে ঘোষণা করা হয়েছে,  সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে। 

 

এর আগে ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করেন। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

এর মাধ্যমে এবারের ঈদে টানা নয় দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৬/হাসান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়