ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জলদস্যু ছোট রাজু বাহিনীর আত্মসমর্পণ

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৭, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জলদস্যু ছোট রাজু বাহিনীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের  নিকট অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে জলদস্যু ছোট রাজু বাহিনীর ১৫ সদস্য।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে র‌্যাব ৮ এর বরিশালের রূপাতলীস্থ প্রধান কার্যালয়ে এ আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়।

আত্মসমর্পণ কারীরা হলো বাহিনী প্রধান মো. রাজু মোল্লা ওর‌ফে ছোট রাজু (৪৮), মো. ম‌নিরুল ইসলাম (৩৫), মো. সিরাজুল ইসলাম গাজী (২৯), মো. আলফাজ হো‌সেন (২৫), মো. হারুন সরদার (৩৮), মো. বিল্লাল গাজী ওর‌ফে ম্যা‌জিক বিল্লাল (৩৬), মো. খ‌তিব গাজী ওর‌ফে খ‌তিব (৩৭), মো. মিকাইল গাজী (৩৭), মো. কামরুল সরদার (৩৯), মো. ফরহাদ সরদার (২৬), মো. সালাম গাজী (৩৭), মো. মিলন শেখ (২৫), মো. ফরহাদ গাজী (৩২), মো. সা‌ব্বির শেখ (৪২) ও মো. মনিরুল গাজী ম‌নি (৩৯)।

এদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায়।

আত্মসমর্পণকালে জলদস্যুরা পাঁচটি বিদেশি এক নালা বন্দুক, পাঁচটি বিদেশি দোনালা বন্দুক, সাতটি পয়েন্ট ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, চারটি শ্যুটার গানসহ মোট ২১টি আগ্নেয়াস্ত্র। এই সময় মোট ১২৩৭ রাউন্ড গুলি জমা দেয়।

আত্মসমর্পণ আনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব ড. কামাল উদ্দিন আহম্মেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন র‌্যাব ৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামান।



রাইজিবিডি/বরিশাল/৩০ মার্চ ২০১৭/জে. খান স্বপন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়