ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট

বিল্লাল হোসেন রাজু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট

কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি এলাকায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার বিকেলে গাড়ির সারি টোলপ্লাজা থেকে গৌরিপুর পর্যন্ত ছাড়িয়ে যায়। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ, পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানের ওজন স্কেলে চাঁদা আদায়ে দর কষাকষিতে সময়ক্ষেপণে এই যানজট সৃষ্টি হচ্ছে বলে যানবাহনের চালক ও যাত্রীদের অভিযোগ।

সরকারি ছুটি শুরু হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে এ মহাসড়কে ঘরমুখো মানুষের যান চলাচল বৃদ্ধি পায়। গভীর রাত থেকে মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা ছাড়াও গোমতী সেতুর পশ্চিমপ্রান্তের গজারিয়াসহ বিভিন্ন এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। ভোর থেকে যানজট তীব্র আকার ধারণ করে।

ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহণের যাত্রী নূরের নবী জানান, তিনি দুপুর ১২টায় মানিকনগর থেকে যাত্রা করেন। ফেনী পর্যন্ত পৌঁছাতে তার ৬ ঘণ্টা সময় লেগেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম জানান, ঈদ উপলক্ষে মহাসড়কে পরিবহণের চাপ বেড়ে যাওয়ায় কোথাও কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করছে, তাই এই যানজটের সৃষ্টি হচ্ছে।

 

 

রাইজিংবিডি/কুমিল্লা/২৩ জুন ২০১৭/বিল্লাল হোসেন রাজু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়