ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিরাজগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১০

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম লেবুর মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- খোকশাবাড়ী গ্রামের সুরুতজ্জামানের ছেলে সোহান (১৫), তেতুলিয়া গ্রামের আলী শেখের ছেলে হাসান (১৬), সয়াধানগড়া গ্রামের হাবিবুলের ছেলে আকরাম হোসেন (১৮)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কাওয়াকোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান অভিযোগ করেন, ১নং ওয়ার্ডের কাউন্সিল চলাকালে বৈধ ভোটার তাদের ভোট দিতে গেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু তালেবের সমর্থকরা তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে ভোটারদের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমার সমর্থকসহ প্রায় ১০জন গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে সোহান, হাসান ও আকরামের অবস্থা আশঙ্কাজনক।

কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ জানান, সুষ্ঠুভাবে সম্মেলন সম্পন্ন হলেও কেন্দ্রের বাইরে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



রাইজিংবিডি/সিরাজগঞ্জ/২০ আগস্ট ২০১৭/অদিত্য রাসেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়