ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভ্যাট প্রদানকারী ১১ প্রতিষ্ঠানকে সম্মাননা

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১০ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভ্যাট প্রদানকারী ১১ প্রতিষ্ঠানকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় জাতীয় ভ্যাট দিবসে উৎপাদন, সেবা ও ব্যবসা- তিন ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১১ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার দুপুরে স্থানীয় হোটেলে খুলনা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি ছিলেন।

সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- উৎপাদনে খুলনা শিরোমনিস্থ হুগলী বিস্কুট কোম্পানি, বাগেরহাটের মংলাস্থ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড, সাতক্ষীরার ইয়াকিন পলিমার লিমিটেড ও মাদারীপুরের টেকেরহাটস্থ মিল্কভিটা। সেবায় খুলনার মেসার্স হোটেল ক্যাসল সালাম লিমিটেড, সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট ও মাদারীপুরের হোটেল সৈকত। ব্যবসায় খুলনার এএম চ্যানেল লিমিটেড, সাতক্ষীরার আরকে ট্রেডিং, শরীয়তপুরের এজি ট্রেডার্স এবং মাদারীপুরের সিগমা ট্রেডার্স। ব্যবসা-বাণিজ্যে সহায়ক ভূমিকা পালন করায় এবার প্রথমবারের মতো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মাদারীপুর ও শরীয়তপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার কে এম অহিদুল আলম।  বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, মংলা কাস্টমস হাউসের কমিশনার মারগুর আহমদ প্রমুখ।

এর আগে সকালে ভ্যাট দিবস উপলক্ষে কাস্টমস অফিস প্রাঙ্গণ থেকে নগরীর শিববাড়ী মোড় পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়।



রাইজিংবিডি/খুলনা/১০ ডিসেম্বর ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়