ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির হামলা, রোহিঙ্গা পদপিষ্ট

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪০, ১৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির হামলা, রোহিঙ্গা পদপিষ্ট

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির হামলায় এক রোহিঙ্গা নিহত হয়েছন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

শুক্রবার সকালে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং লম্বাশিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

নিহত রোহিঙ্গার নাম মো. ইয়াকুব (৪৫)। তিনি কুতুপালং লম্বাশিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আহতরা হলেন- নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও তাদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার টুটুল বলেন, ‘শুক্রবার সকালে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে দলছুট একটি বন্যহাতি হামলে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা মো. ইয়াকুব হাতির পদপিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন তার স্ত্রী ও এক পুত্র সন্তান।

এর আগেও বিভিন্ন সময় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির হামলায় চারজন নিহত হয়েছেন।

নিহতের মরদেহ স্বজনদের কাছ রয়েছে বলে জানান আফরুজুল হক টুটুল।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৮/সুজাউদ্দিন রুবেল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়