ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোটা সংস্কার দাবি : জাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোটা সংস্কার দাবি : জাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

জাবি প্রতিনিধি : সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি, আন্দোলনকারী গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিভাগ সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জাবি শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী শারমিন আক্তার সাথী বলেন, তিনি কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তি চান। তারা চান আন্দোলনের সময় যেন কোনো প্রকার হামলা না হয়। আর আন্দোলনে হামলাকারীদের অবশ্যই বিচার করতে হবে। এ জন্য তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন করছেন।

একই দাবিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে।



রাইজিংবিডি/জাবি/১৮ জুলাই ২০১৮/তহিদুল ইসলাম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়