ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে চালু হলো ডিজিটাল থিম পার্ক

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে চালু হলো ডিজিটাল থিম পার্ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম ডিজিটাল বিনোদন কেন্দ্র হাইডআউট থিম পার্ক আজ শুক্রবার থেকে চালু হয়েছে।

নগরীর নাসিরাবাদস্থ সর্বাধুনিক শপিংমল সানমার ওশান সিটিতে সফট ওপেনিং-এর মাধ্যমে সর্ববৃহৎ ডিজিটাল গেম জোন ও মিনি সিনেপ্লেক্স সমৃদ্ধ বিনোদন কেন্দ্র যাত্রা শুরু করে।

বিশ্বের আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে সব বয়সী মানুষের গেমিং, বিনোদন এবং কিডস কেয়ার সমৃদ্ধ থিম পার্ক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রথমবারের মতো থিম পার্কে থাকছে স্বয়ংক্রিয় রোবটিক অভ্যর্থনা।

থিম পার্কের উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহাম্মেদ জানান, সানমার ওশান সিটির ৫ম তলার ফুড কোড সংলগ্ন ৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে আধুনিক সব প্রযুক্তি সংযোজন করে থিম পার্ক তৈরি হয়েছে। এখানে রয়েছে ফোর ডি সিনেমা হল, ২৫টি ভিন্ন ভিন্ন অ্যাডভেন্সারাল ডিজিটাল গেমিং ইকুইপমেন্ট নিয়ে আর্কেড জোন, ৮টি স্পেশাল ভার্চুয়াল রিয়েলিটি (ভি আর) গেম ইউনিট, ১২ আসনের ফোর ডি মুভি থিয়েটার।

সানমার ওশান সিটির থিম পার্কে প্রবেশ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ জুলাই ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়