ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেদেরারকে হারিয়ে সিসিপাসের ইতিহাস

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেদেরারকে হারিয়ে সিসিপাসের ইতিহাস

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই দারুণ খেলায় তাকে নিয়ে অনেকে বাজি ধরেছিলেন। স্টেফানোস সিসিপাসকে ভবিষ্যতের নম্বর ওয়ানও বলতে শোনা গেছে অনেককে। এবার চতুর্থ রাউন্ডে টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারকে বিদায় করে ইতিহাস রচনা করলেন তিনি। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ের দৌড়ে বড় এক বাধা পেরিয়ে গেলেন গ্রীস এ তারকা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম তিনটি রাউন্ড বেশ দাপটের সঙ্গেই উতরে এসেছিলেন ফেদেরার। কিন্তু চতুর্থ রাউন্ডে ২০ বছর বয়সি তরুণ টেনিস খেলোয়াড় সিসিপাসের কাছে হেরে গেলেন রেকর্ড ২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। সুইস এ কিংবদন্তিকে হারিয়ে প্রথম বারের মতো অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সিসিপাস।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় রোববার ফেদেরারকে ৬-৭, ৭-৬, ৭-৫, ৭-৬ গেমে হারান চতুর্দশ বাছাই সিসিপাস। ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ীকে হারিয়ে গ্রিসের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠার ইতিহাস গড়লেন সিসিপাস।



দুর্দান্ত এ জয়ে ইতিহাস গড়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিসিপাস বলেন, ‘আমি কোনো কিছু দিয়ে এ জয়কে ব্যাখ্যা করতে পারব না। এই মহুর্তে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সত্যিকার অর্থে একবারে শুরু থেকেই আমার নিজের প্রতি বিশ্বাস ছিল। রজার একজন কিংবদন্তি। গত বছর গুলোতে টেনিসে সে অসাধারন পারফরম্যান্স উপহার দিয়েছে। ছয় বছর থেকেই আমি তার পারফরম্যান্স বিশ্লেষণ করে আসছি। তার মুখোমুখি হওয়াটাও স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল।’

কোয়ার্টার ফাইনালে সিসিপাস মুখোমুখি হবেন রবোর্তো বুতিস্তা অ্যাগুতের। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই অ্যান্ডি মারেকে হারিয়ে অঘটন ঘটিয়েছিলেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়