ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিরাজগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, অর্থদণ্ড

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে বাল্যবিবাহ বন্ধ, অর্থদণ্ড

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুরে নবম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

বৃহস্পতিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর এলাকায় বরের মামার বাড়িতে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। তখন সেখানে ফারুক শেখের মেয়ে ফাইমা খাতুনের (১৪) সঙ্গে বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের খালেক সরকারের ছেলে রাসেল সরকারের (১৭) বিয়ের আয়োজন চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ কৌশলে পালিয়ে যায়। কনে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

এ সময় বর ও কনে দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজী মাহমুদুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনের বাবা ফারুক শেখকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

পরে কনের বাবা ও মার কাছ থেকে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিবাহ দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। 

এ সময় সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আনিছুর রহমান, আশুতোষ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/সিরাজগঞ্জ/২২ ফেব্রুয়ারি ২০১৯/অদিত্য রাসেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়