ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে শতাধিক মোবাইল ফোনসহ গ্রেপ্তার ৪

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে শতাধিক মোবাইল ফোনসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম চোরাইপথে আনা  বিভিন্ন ব্র্যান্ডের ১৬১টি মোবাইল ফোনসেটসহ চার জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) এর একটি দল মহানগরীর কোতোয়ালী থানার সিডিএ মার্কেটে (রয়েল প্লাজা) অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলো মো. আবদার উদ্দিন (২৮), নিজাম উদ্দিন (৪০), সাহল খান (৩৩) ও মো. আরিফ (৩৭)। এদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ রাইজিংবিডিকে জানান, একটি সংঘবদ্ধ চক্র ভারতে ব্যবহৃত মোবাইল ফোন চোরাচালানের মাধ্যমে সিলেটের সীমন্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো চট্টগ্রাম মহানগরীতে পাঠায়। গোপন সূত্রে খবর পেয়ে নগরীর কোতোয়ালী থানার রয়েল প্লাজায় অভিযান চালিয়ে এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১৬১টি মোবাইল ফোন সেট।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ জুন ২০১৯/রেজাউল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়