ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ৯ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোগো

পাবনা প্রতিনিধি : ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের চারটি বিভাগের শিক্ষার্থীরা র‌্যাগ ডে উদযাপন করেছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে র‌্যাগ ডে উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর শিক্ষর্থীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা শিক্ষাজীবন শেষ করে নতুন জীবনে পদার্পন করছে তারা মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করবে বলে আমি বিশ্বাস করি। এখানকার অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার সহায়ক হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে তাদের হাত দিয়ে। তাদের কর্মজীবনের মূল লক্ষ্য হবে মানুষের সেবা করা। পরিবার, সমাজ, দেশের প্রতি দায়বদ্ধতা মনে রেখে কর্মজীবনে সবাই সফল হবে। দেশে বিদেশে নিজেদের নাম উজ্জল করবে। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়কেও তুলে ধরবে সর্বত্র।’

এরপর ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে বের হয় বর্ণিল আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেইনগেটে শেষ হয়। র‌্যাগ ডে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন রাশেদ কবির, প্রক্টর আওয়াল কবির জয়, ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল আলীম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মোতাহার হোসেন, শিক্ষক নুরে আলম, কিসলু নোমান প্রমুখ। বিকেলে ক্যাম্পাসে সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, গণিত ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০ শিক্ষার্থী র‌্যাগ ডে উৎসবে অংশগ্রহণ করেন।

 


রাইজিংবিডি/পাবনা/৯ সেপ্টেম্বর ২০১৪/শাহীন রহমান/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়