ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুরঞ্জিতের বিরুদ্ধে

আদালত অবমাননার অভিযোগের শুনানি ১৪ জানুয়ারি

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ২ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আদালত অবমাননার অভিযোগের শুনানি ১৪ জানুয়ারি

ঢাকা,০২ জানুয়ারি (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম) : বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার ট্রাইব্যুনালে সময়ের আবেদন করেন সুরঞ্জিত সেনগুপ্তের আইনজীবী আব্দুল বাসেত মজুমদার। আবেদনের শুনানি শেষে ১৪ জানুয়ারি শুনানির দিন পুনর্নির্ধারণ করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের করা একটি মন্তব্যের ব্যাখ্যা চেয়ে তার বিরুদ্ধে ওই শো’কজ (কারণ দর্শাও) নোটিশটি গত ২৪ ডিসেম্বর জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২২ ডিসেম্বর রাজধানীতে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ১৪ দলের গণমিছিল পূর্ববর্তী সমাবেশে সুরঞ্জিত মন্তব্য করেন, ‘‘আগামী ২০১৩ সালের মধ্যে ১৪ শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে, ফাঁসির রায় হবে এবং রায় কার্যকর হবে।’’ পরদিন দৈনিক আমার দেশ পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আসায় ট্রাইব্যুনাল সুরঞ্জিতের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে (সুয়ামোটো) কারণ দর্শাও নোটিশটি জারি করেন।

ট্রাইব্যুনাল বলেন, ‘‘সুরঞ্জিতের করা এ মন্তব্য স্বাধীন ট্রাইব্যুনালের জন্য অমর্যাদাকর। এ মন্তব্য বিচার ব্যবস্থাকে বিঘ্নিত করবে। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে এভাবে বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার তার নেই।’’

কারণ দর্শাও নোটিশে তিনি কিভাবে কিসের ভিত্তিতে বিচারাধীন বিষয়ে এ ধরনের কল্পনাপ্রসূত মন্তব্য করেছেন সে বিষয়ে আইনজীবীর মাধ্যমে ২ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা দিতে সুরঞ্জিতের প্রতি আদেশ দেন ট্রাইব্যুনাল।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়