ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হ্যারিস-ঝড়ে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৩০৯

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ২৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হ্যারিস-ঝড়ে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৩০৯

ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচে খেলেছিলেন। তিনি নিজে ভালো করতে পারেননি। দল হেরেছিল বাজেভাবে। চার ম্যাচ পর হ্যারিস সোহেল দলে ফিরলেন পাকিস্তানের বাঁচা-মরার ম্যাচে। ফিরেই ঝড় তুলে করলেন ফিফটি। ফিফটি করলেন বাবর আজমও। পাকিস্তান পেল বড় পুঁজি।

বিশ্বকাপে রোববার লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রান করেছে পাকিস্তান। ৫৯ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন হ্যারিস। ৮০ বলে ৬৯ রান করেন বাবর। এই ম্যাচ হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার।

টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হক। দুজন প্রথম ১০ ওভারে তোলেন বিনা উইকেটে ৫৮ রান। ১৫তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ইমরান তাহির। লেগ স্পিনারকে স্কুপ করতে গিয়ে বল আকাশে তুলে স্লিপে হাশিম আমলার হাতে ধরা পড়েন ফখর (৫০ বলে ৪৪)।

পরে আরেক ওপেনার ইমামকেও তাহির ফেরান দুর্দান্ত এক ফিরতি ক্যাচে। এই উইকেটটা নিয়ে অ্যালান ডোনাল্ডকে (৩৮ উইকেট) ছাড়িয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যান ৪০ বছর বয়সি তাহির (৩৯ উইকেট)। ইমামও করেন ৪৪ রান, ৫৮ বলে।

মোহাম্মদ হাফিজ তাহিরের বলে জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি। এইডেন মার্করামের বলে এলবিডব্লিউ হন অভিজ্ঞ ব্যাটসম্যান (৩৩ বলে ২০)। চতুর্থ উইকেটে ৮১ রানের বড় জুটিতে দলের স্কোর দুইশ পার করেন বাবর ও হ্যারিস। বাবরকে (৮০ বলে ৬৯) ফিরিয়ে এ জুটি ভাঙেন আন্দিলে ফিকোয়াও।

অন্য প্রান্তে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা হ্যারিস ফিফটি তুলে নেন ৩৮ বলে। বাঁহাতি ব্যাটসম্যান এরপর রান তোলার গতি বাড়ান আরো। পঞ্চম উইকেটে ইমাদ ওয়াসিমকে নিয়ে ৩৯ বলে গড়েন ৭১ রানের জুটি। লুঙ্গি এনগিডির শিকার হওয়ার আগে ইমাদ ১৫ বলে করেন ২৩।

শেষ ওভারে ঝড় তুলতে পারেনি পাকিস্তান। এনগিডির ওভার থেকে মাত্র ৪ রান তুলতেই হারায় ২ উইকেট। প্রথম বলে ওয়াহাব রিয়াজের পর পঞ্চম বলে ফেরা হ্যারিস ৫৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় সাজান ৮৯ রানের ইনিংসটি।

৯ ওভারে ৬৪ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার এনগিডি। তাহির ১০ ওভারে ৪১ রানে ২টি, মার্করাম ও ক্রিস মরিস নেন একটি করে উইকেট।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়