ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নওগাঁয় চাকরি দেওয়ার নামে যুবক খুন

লোকমান আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১৩ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নওগাঁয় চাকরি দেওয়ার নামে যুবক খুন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার পশ্চিম গন্ধবপুর গ্রামের মেধাবী ছাত্র রাকিবুল ইসলাম এনায়েতকে সরকারি কর কমিশনে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরির জন্য ঢাকায় গিয়ে সংঘবদ্ধ চক্রের হাতে খুন হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী তাজপুর গ্রামের সবুজ এবং পাঁচঘরিয়া গ্রামের এরশাদ মেধাবী ছাত্র রাকিবুলকে কর কমিশনে ৮ লাখ টাকার বিনিময়ে চাকরির দেওয়ার চুক্তিতে ঢাকার ইব্রাহিমপুরে নিয়ে যায়।

ভুয়া নিয়োগপত্র দেখিয়ে দেড় লাখ টাকা নগদ নিয়ে বাকি সাড়ে ৬ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেয় রাকিবুলকে। রাকিবুল বুঝতে পেরে টাকা না দিতে চাইলে গত ১১ তারিখ রাতে সংঘবদ্ধ চক্র খুন করে রাকিবুলকে।

পরে তারা বাড়িতে খবর দেয়। আজ দুপুরে তার গ্রামের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার গন্ধবপুর গ্রামে লাশ পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

রাকিবুল দুই ভাইয়ের মধ্যে ছোট। তিনি নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র। খুনিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় বদলগাছী থানায় নিহতের চাচা সুজাউল বাদী হয়ে প্রতারক চক্রের ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন।

 

 


রাইজিংবিডি/নওগাঁ/১৩ জানুয়ারি ২০১৬/লোকমান আলী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়