ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

জবি প্র‌তি‌নি‌ধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার জবি ছাত্রলীগের সম্মেলনে প্রথম অধিবেশন শেষে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। 

সাইফুর রহমান সোহাগ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশে বিভিন্ন লড়াই-সংগ্রামে এ দেশের স্বাধীনতাকামী মানুষের পাশে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের যে ইউনিটটি রয়েছে তা আওয়ামী লীগের সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে সর্বদা মাঠে ছিল। এই শাখা ছাত্রলীগের কমিটিকে আরো সুংগঠিত করতে বর্তমান কমিটি বিলুপ্ত করা হলো। 

২০১২ সালের ৩ অক্টোবর শরীফুল ইসলামকে সভাপতি এবং সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জবি শাখা ছাত্রলীগ কমিটি গঠিত হয়। 

স‌ম্মল‌নে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সি‌টি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজিউদ্দিন রাজু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/আশরাফুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়