ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বর্ষবরণে কুবিতে নানা আয়োজন

দেলোয়ার হোসেন শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ১৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্ষবরণে কুবিতে নানা আয়োজন

কুবি প্রতিনিধি : নতুন বছরকে স্বাগত জানানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছেন কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। পয়লা বৈশাখ উদযাপনে নতুন সাজে সেজেছে গোটা ক্যাম্পাস।

এবার পয়লা বৈশাখের কর্মসূচিতে রয়েছে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর সাড়ে ১২টায় ঐতিহ্যবাহী দেশীয় খেলা। শোভাযাত্রায় পুতুল, পাখি, মাছ, বাঘ ও পেঁচার মুখোশ, ঘোড়া ও অন্যান্য লোকজ ঐতিহ্য উপস্থাপন করা হবে।

মেলা প্রাঙ্গণে থাকবে বিভিন্ন বিভাগ ও সংগঠনের স্টল। এসব স্টলে থাকবে বাহারি নাস্তা, পিঠা।
 


দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে বৈশাখী চত্বরে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পয়লা বৈশাখকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

 

 

রাইজিংবিডি/কুবি/১৩ এপ্রিল ২০১৯/শরীফ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়