ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রিয়াঙ্কার বই ‘আনফিনিশড’

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫১, ২০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রিয়াঙ্কার বই ‘আনফিনিশড’

বিনোদন ডেস্ক : ঋষি কাপুর, টুইঙ্কেল খান্না, আয়ুশমান খুরানা, নাসিরুদ্দিন শাহ এবং অন্যান্য বলিউড তারকা যারা লেখক হয়েছেন, তাদের তালিকায় এবার নাম লেখালেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘দেশি গার্ল’ খ্যাত এই অভিনেত্রীর বই ‘আনফিনিশড’, আগামী বছরে বাজারে পাওয়া যাবে।

‘আনফিনিশড’ বইটিতে প্রিয়াঙ্কা নিজস্ব নিবন্ধ, জীবনের কাহিনি এবং পর্যবেক্ষণ তুলে ধরেছেন। বইটির প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যানডম হাউজ ইন্ডিয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

প্রিয়াঙ্কার ‘আনফিনিশড’ এমন একটি বই, যা নারীদের অনুপ্রেরণা জুগিয়ে বড় স্বপ্ন দেখার সহায়ক হবে এবং জীবনে লক্ষ্য নির্ধারণের শক্তি জোগাবে। প্রিয়াঙ্কার মতে, ‘বইটির ফ্লেবার সৎ, মজাদার, সতেজ, সাহসী এবং বিদ্রোহী; ঠিক আমার মতো। আমি সবসময়ই একজন গোপন ব্যক্তিত্বের মানুষ ছিলাম, ক্যারিয়ার যাত্রায় আমি কখনো নিজের অনুভূতির কথা বলিনি কিন্তু এখন আমি নিজেকে জানাতে প্রস্তুত।’

নিজের জীবনের কাহিনি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে লেখা বইটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা আরো বলেন, ‘নিজের মতামত প্রকাশের ব্যাপারে আমি বরাবরই নির্ভীক ছিলাম এবং আশাবাদী মানুষের অনুপ্রাণিত করতে আমি আমার জীবনের গল্প বলতে চাই-বিশেষ করে নারীদের, যাতে তারা জীবন নিয়ে নিরাশ না হয়। নারীরা সবসময়ই বলে যে, আমাদের সবকিছু নেই, আমি সবকিছু চাই এবং আমি বিশ্বাস করি, যে কেউ তা অর্জন করতে পারে। আমি এটি প্রমাণ করেছি।’

পেঙ্গুইন র‌্যানডম হাউজ ভারতের সিনিয়র কমিশনিং সম্পাদক মানসি সুব্রামনিয়াম স্মৃতিকথামূলক এ বইটি সম্পর্কে বলেন, ‘প্রিয়াঙ্কার আনফিনিশড শুধু একটা স্মৃতিকথামূলক বই নয় বরং যেসব নারীদের জন্য একটি ঘোষণাপত্র যারা বিশ্বাস করেন যে তারা জীবনে সবকিছু পায়নি কিন্তু পাওয়ার অধিকার রাখেন। প্রিয়াঙ্কা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন এবং এটি একটি ব্যাজ নয় যা তিনি হালকাভাবে পরেন। তার সাফল্য এবং উচ্চাকাঙ্ক্ষা অনুসরণীয়।’

প্রিয়াঙ্কা চোপড়া ১৭ বছর বয়সে মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগীতায় জেতার মাধ্যমে গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখেন এবং পরবর্তীতে মিস ওয়ার্ল্ড মুকুট অর্জন করেন। বলিউডের পাশাপাশি বর্তমানে যুক্তরাষ্ট্রেও জনপ্রিয় তিনি। আমেরিকান টিভি সিরিজ কোয়ান্টিকোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গণে স্বীকৃতি পান প্রিয়াঙ্কা। কোয়ান্টিকোতে আলেক্স প্যারিশ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পরপর দুইবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন প্রিয়াঙ্কা।

আলী আব্বাস জাফরের ভারত সিনেমার শুটিংয়ের জন্য খুব শিগগির বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা। এ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পাবে।





রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ