ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রেক্ষাগৃহে আসছে ‘পোস্ট মাস্টার ৭১’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেক্ষাগৃহে আসছে ‘পোস্ট মাস্টার ৭১’

বিনোদন প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘পোস্ট মাস্টার ৭১’ সিনেমা। আগামীকাল শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি যৌথভাবে নির্মাণ করেছেন রাশেদ শামীম ও আবির খান। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন এই যুগল নির্মাতা।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, অভি, নিঝুম রুবিনা, অমিত হাসানসহ অনেকে।

১৯৬৫ সালের প্রেক্ষাপটে সিনেমাটির গল্প শুরু হয়,  ১৯৭১ সালে স্বাধীনতার মধ্য দিয়ে গল্পের সমাপ্তি ঘটে। একজন ছাত্র যখন পড়াশোনা করে তখন তার কিছু স্বপ্ন থাকে। একটি বয়সে সে প্রেম করে। জীবনের স্বপ্ন বুনতে বুনতে নতুন চাকরিতে যোগদান করে।

ঠিক এমন সময় দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। যেহেতু চাকরিটি সরকারি, তাই তাকে পাকিস্তান সরকারের কথা শুনে কাজ করতে হয়। সদ্য বিএ পাস করা একটি ছাত্রের জন্য সেটা কষ্টকর। এক সময় সে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে শুরু করে। এভাবেই এগিয়েছে সিনেমাটির গল্প।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়