ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সরকার বিচার বিভাগের প্রতিপক্ষ’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সরকার বিচার বিভাগের প্রতিপক্ষ’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ষোড়শ সংশোধনী বাতিলের পর এ নিয়ে মন্ত্রীদের বক্তব্য আদালত অবমাননার মধ্যে পড়ে কি না-সেই প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘সরকার বিচার বিভাগের ‘প্রতিপক্ষ’ হিসেবে অবস্থান নিয়েছে।’’

বুধবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী যে কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলেছেন, এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে, এই সরকার এই বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে একটা অবস্থান নিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ষোড়শ সংশোধনী নিয়ে রায়ের যে অবজারভেশন এটা বাংলাদেশের মানুষের প্রাণের কথা, অন্তরের কথা, হৃদয়ের কথা এবং সেটাই তারা (সুপ্রিম কোর্ট) বলেছেন, উচ্চারণ করেছেন। সুতরাং দেশের ১৬ কোটি মানুষ এই রায়ের অবজারভেশনের সঙ্গে আছে এবং তারা একমত।’

পুরনো ঢাকায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

ষোড়শ সংশোধনী নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্য আদালত অবমাননার মধ্যে পড়ে কি না-সেই প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, ‘তারা (সরকার) সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের যে প্রধান তিনটি স্তম্ভ, সেই স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে সরকার নিজেই। আপনারা দেখেছেন, বিচার বিভাগের সঙ্গে পার্লামেন্টে একটা বিরোধ তারাই তৈরি করে দিয়েছে।’

সরকারকে পদত্যাগ করার পরামর্শ দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকারের যদি ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধের বিশ্বাস থাকত, এই সরকারের যদি ন্যূনতম একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা পরিচালনার ইচ্ছা থাকত তাহলে সেইদিনে তারা পদত্যাগ করত। কারণ তাদের আর এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার কোনো নৈতিকতা নাই।’

বিএনপির মহাসচিব বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন, নৈতিক অবস্থার কারণে পদত্যাগ করে একটি সহায়ক সরকারের হাতে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। যে নির্বাচন হবে সকলের কাছে গ্রহণযোগ্য এবং সকলে সেখানে অংশ গ্রহণ করবে।’

ষোড়শ সংশোধনী বাতিলে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায়কে ‘ঐতিহাসিক’ অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দলিল। আপিল বিভাগকে সংবিধানের অভিভাবক বলা হয়। সংবিধানের যেখানে যেখানে ক্রটি থাকে অথবা যে আইনগুলো সংবিধানের সঙ্গে সামঞ্জস্য নয় আপিল বিভাগ সেই বিষয়গুলো নিয়ে তারা তাদের মতামত প্রদান করেন। সংসদে যে আইনগুলো পাস করা হয়েছে, সংবিধান যে সংশোধন করা হয়েছে, সে সম্পর্কে ইতিপূর্বেও আপিল বিভাগে তার মতামত প্রদান করেছে। জনগণের যেটা প্রাপ্য, জনগণের যে আশা-আকাঙ্কা সেটাই তারা বলেছেন।’

আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রকে রক্ষার জন্য, মানুষের অধিকারকে রক্ষার জন্য, মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য আপনাদের আজকে এগিয়ে আসতে হবে সামনের সারিতে ভ্যানগার্ড হিসেবে।’

তিনি বলেন, ‘এই সরকার যত বেশি দিন থাকবে, ততই বাংলাদেশ অতল গহ্বরে রসাতলে যাবে। গত কয়েকদিনের খবরের কাগজে দেখবেন, কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি হয়েছে। কীভাবে ধর্ষণ বেড়েছে, কীভাবে খুন বেড়েছে, কীভাবে সমস্ত আইন অমান্য করে এই ছাত্রলীগ-যুবলীগ নিজেরা নিজেদের মধ্যে লড়াই করে মানুষকে হত্যা করছে।’

ঢাকা আইনজীবী সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  আজিজুল ইসলাম খান বাচ্চুর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া, ঢাকা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি মাসুদ আহমেদ তালুকদার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা আইনজীবী সমিতির বোরহান উদ্দিন, মহসীন মিয়া, মকবুল হোসেন ফকির, আবদুল্লাহ মাহমুদ হাসান, গোলাম মোস্তফা খান, খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকী প্রমুখ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৭/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ