ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টসই হলো না রাজশাহী-বগুড়ায়!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টসই হলো না রাজশাহী-বগুড়ায়!

রাজশাহীতে বরিশাল-রংপুর ম্যাচে প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টির কবলে পড়েছে ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড। বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনে দেশের চার ভেন্যুর দুটিতে একটি বলও মাঠে গড়ায়নি।

শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরে সিলেট ও চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচে টসই হতে পারেনি। দুপুর ২টা ১০ মিনিটে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

একই অবস্থা রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল ও রংপুর বিভাগের মধ্যকার প্রথম স্তরের ম্যাচেও। টস হয়নি এই ম্যাচেও। বিকেল সোয়া ৩টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।



রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৭/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়