ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ১৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ৯ দফা দাবীতে চট্টগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের পাটকল শ্রমিকরা।

সোমবার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার আমিন জুটমিল এলাকা এবং সীতাকুন্ড জুটমিল সংলগ্ন সড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শ্রমিকরা।

অবরোধের ফলে নগরীর মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত সড়কে কয়েক ঘন্টা যানচলাচল বিঘ্নিত হয়। এছাড়া আমিন জুটমিল এলাকার ভিতরের রেললাইন অবরোধ করে রাখায় চবির শাটল ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।

শ্রমিক নেতারা জানিয়েছেন, ৯ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ও প্রতিদিন চার ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেছেন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এই বায়েজিদ ও সীতাকুন্ডে জুট মিল এলাকায় কর্মসূচী পালন করা হচ্ছে।




রাইজিংবিডি/চট্টগ্রাম/১৫ এপ্রিল ২০১৯/রেজাউল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়