ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ষোড়শ সংশোধনীর রায়ে বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ষোড়শ সংশোধনীর রায়ে বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনীর রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই রায়ে বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত তিনি।

শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, একজন ব্যক্তির (নূর হোসেন) দ্বারা প্রভাবিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সাত খুনের ঘটনা ঘটিয়েছেন। এটা খুব দুঃখজনক। তাই এ মামলায় দৃষ্টান্তমূলক সাজা হবে বলে আশা করছি।

ষোড়শ সংশোধনীর রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায়ে বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে। বলা হয়েছে, কোনো একক ব্যক্তিত্বের নেতৃত্বে স্বাধীনতা আসেনি। এটা অত্যন্ত গর্হিত। এটা সারাদেশের মানুষের মনে প্রচণ্ড আঘাত দিয়েছে। একদিন না একদিন রায় থেকে এসব বিষয় বাদ যাবে বলেও মন্তব্য করেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৭/মেহেদী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়