ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পোড়াদহে রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুল মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার (পাকশী) ইউনুস আলী, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রাণী সাহা এবং পুলিশের সদস্যরা।

অভিযানে রেলওয়ে জংশনের আশপাশের প্রায় তিন একর জায়গায় অবৈধভাবে নির্মিত শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।



রাইজিংবিডি/কুষ্টিয়া/২৫ সেপ্টেম্বর ২০১৭/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়