ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ১৫ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরে দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে আহত ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৫০) মারা গেছেন।

সোমবার সন্ধ্যায় শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, রোববার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গতকাল বিকেলে আইজি গেট ব্যাংক কলোনি বাজারে ছুরিকাঘাতে আহত হন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও রফিকুর রহমান রানা। তাদের উদ্ধার করে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাগড়া গ্রামে। তিনি পরিবারসহ আইজি গেট মা কলোনিতে থাকতেন। সেখানে  তার একটি হার্ডবোর্ডের দোকান রয়েছে। আহত রানা কসমেটিক ব্যবসায়ী। অনন্যা গিফট অ্যান্ড কসমেটিক নামের কসমেটিকের দোকান রয়েছে ব্যাংক কলোনি বাজারে।

পরিবারের সদস্যদের অভিযোগ, দুর্বৃত্তরা আব্দুর রাজ্জাকে ছুরিকাঘাত করে। এরপর তাকে হাসপাতালে নিলে সেখানে মৃত্যু হয়।

এ ঘটনায় আব্দুর রাজ্জাকের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। কালু নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।



রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৮/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ