ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পটুয়াখালীর দুই পুলিশ কর্মকর্তা হাইকোর্টে

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পটুয়াখালীর দুই পুলিশ কর্মকর্তা হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক : এক আসামিকে থানা হেফাজতে নির্যাতনের ঘটনার ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন পটুয়াখালীর বাউফল থানার সার্কেল এএসপি সাইফুল ইসলাম ও ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম খান ফারুকী।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে ২০ ফেব্রুয়ারি তাদের আজ সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। একই সঙ্গে পুলিশের আইজিপিকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

নির্যাতনের শিকার হাফিজুর রহমান বিজয়ের মা জোছনা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন।

গত ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘বাউফলে ওসির রুমে নির্যাতন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, থানা হাজত থেকে এক আসামিকে ওসির কক্ষে নিয়ে নির্যাতন করা হয়েছে। তার নাম হাফিজুর রহমান বিজয়, বাবার নাম শামসুল হক খান। কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে তার বাড়ি।

বিজয়ের মা জোসনা বেগম অভিযোগ করেন, একটি মামলায় বিজয়কে বাউফল থানার এসআই ফেরদৌস গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন এবং ওই দিনগত রাত ১২টার পর তাকে থানা হাজত থেকে বের করে ওসির কক্ষে এনে শারীরিক নির্যাতন করেন। রাত দেড়টা পর্যন্ত কয়েক দফায় বিজয়ের ওপর নির্যাতন চালানো হয়।




রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/মেহেদী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ