ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবার হরতালের ডাক গণতান্ত্রিক বাম মোর্চার

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার হরতালের ডাক গণতান্ত্রিক বাম মোর্চার

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে এবার হরতালের ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে হরতালের ডাক দেয় সংগঠনটি।

আগামী ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানী ঢাকায় আধাবেলার এ হরতাল পালিত হবে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলবে।

এর আগে শুক্রবার দুপুরে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন আধাবেলা হরতালের ডাক দিয়েছে সিপিবি-বাসদ। তবে হরতালে এসএসসি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত আওতামুক্ত রাখা হয়েছে।

মানববন্ধনে গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ বলেন, সারা দেশের মানুষের সমর্থনে সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি, লুণ্ঠনের পায়চারা, গোষ্ঠীস্বার্থে জনগণের ওপর লুণ্ঠন চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালিত হবে। ওই দিন কল-কারাখানা, যানবাহন, স্কুল-কলেজ বন্ধ রাখার আহ্বান জানান নেতারা।

এ ছাড়া ওই দিন সারা দেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানান নেতারা।

মানববন্ধনে বাম মোর্চার কেন্দ্রীয় নেতা হামিদুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সাত্তার, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নেতা ফখরুদ্দীন কবীর আতিক, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়