ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ শেষে স্মারকলিপি দেওয়া হয়েছে।

আজ রোববার সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। পরে সংগ্রাম কমিটির পক্ষে মো. আজহার আলী স্বাক্ষরিত স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর পাঠানো হয়।

এ সময় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক রেনুবর রহমান, সংগ্রাম কমিটি নেতারা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/টাঙ্গাইল/১৪ জানুয়ারি ২০১৮/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়