ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘আয়নাবাজি’ হয়ে গেল ‘গায়ত্রী’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আয়নাবাজি’ হয়ে গেল ‘গায়ত্রী’

বিনোদন প্রতিবেদক : অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ‘আয়নাবাজি’ সিনেমাটি ২০১৬ সালে বাংলাদেশে মুক্তি পায়। চঞ্চল চৌধুরী-নাবিলা জুটির এই সিনেমা ব্যাপকভাবে আলোচিত হয়। বিশেষ করে চঞ্চল চৌধুরীর শরাফত করিম আয়নার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল তখন।  

মুক্তির পর ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী লক্ষ্মী প্রসন্ন পিকচার্স ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে তামিল ও তেলেগু ভাষায় নির্মাণের জন্য ‘আয়নাবাজি’র স্বত্ব কিনে নেয়। এরপর ‘গায়ত্রী’ শিরোনামে তারা সিনেমাটি পুনরায় নির্মাণ করে। ‘গায়ত্রী’ গত ৯ ফেব্রুয়ারি তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। রিমেক এই সিনেমায় চঞ্চলের চরিত্রে দেখা গেছে তেলেগু অভিনেতা মোহন বাবুকে। এটি পরিচালনা করেছেন ম্যাডান রামিজানি।

এ প্রসঙ্গে অমিতাভ রেজা চৌধুরীর বলেন, ‘গায়ত্রী’ মুক্তি পেয়েছে আমি জানতাম না। তবে তারা আমাদের কাছ থেকে কপিরাইট কিনে পুনরায় নির্মাণ করেছেন। সিনেমাটি মুক্তি পেয়েছে শুনে  ভালো লাগছে।সেখানেও যদি সিনেমাটি ভালো চলে, সেই আনন্দ আমাদেরও ছুঁয়ে যাবে।’

‘গায়ত্রী’র ট্রেলার।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়