ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিএনপির তিন নেতার ১৮ মামলা হাইকোর্টে স্থগিত

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির তিন নেতার ১৮ মামলা হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা নাশকতার ১৮ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. মিথতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপিত এ এন এম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির রাইজিংবিডিকে বলেন, রাজধানীর বিভিন্ন থানায় সেলিমা রহমানের বিরুদ্ধে দায়ের করা ১২টি মামলা, আমানউল্লাহ আমানের বিরুদ্ধে ২টি মামলা, হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা নাশকতার ৪টি মামলার কার্যক্রম স্থগিত করছেন আদালত। তবে আমরা হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করব।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৭/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়