ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

অনুমতি পেল রণবীর-বাণীর ২৩ চুম্বন

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫১, ২১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনুমতি পেল রণবীর-বাণীর ২৩ চুম্বন

বেফিকর সিনেমার দৃশ্য

বিনোদন ডেস্ক : আদিত্য চোপড়া পরিচালিত বেফিকর সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর সিং ও বাণী কাপুর। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পরই এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা।

 

কারণ এই সিনেমায় রণবীর-বাণীর ২৩টি চুম্বন দৃশ্য রয়েছে। তাই অনেকে ধারণা করেছিল, ভারতীয় সেন্সর বোর্ড এসব দৃশ্যসহ ছাড়পত্র প্রদান করবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কোনো রকম কাটাকুটি ছাড়াই অনুমতি পেয়েছে রণবীর সিং ও বাণী কাপুরের ২৩টি চুম্বন দৃশ্য। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

 

এ প্রসঙ্গে ভারতীয় সেন্সর বোর্ডের প্রধান পাহলাজ নিহালানি বলেন, ‘আগের সিনেমাগুলোর (তামাশা, অ্যায় দিল হ্যায় মুশকিল) চেয়ে এ সিনেমার চুম্বন দৃশ্যের উদ্দেশ্য ভিন্ন। আগের সিনেমার চুম্বন দৃশ্যগুলো খুব অন্তরঙ্গ ও দীর্ঘ সময়ব্যাপী ছিল। কিন্তু বেফিকর সিনেমার চুম্বন দৃশ্যগুলো আন্তরিকতা, স্নেহ, সম্পর্কের প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। এমনকি এ সব দৃশ্যের শুট কাছ থেকে করা হয়নি। যার জন্য এ সিনেমার চুম্বনদৃশ্যগুলো আগের সিনেমার চুম্বন দৃশ্যের চেয়ে ভিন্ন।’

 

এ ধরণের দৃশ্য ফ্রান্সের নাগরিকদের কাছে গ্রহণযোগ্য বলেও জানান পাহলাজ নিহালানি। তিনি বলেন, ‘দেখেন, ভারতে পাবলিক প্লেসে চুম্বন করা নিষিদ্ধ। কিন্তু প্যারিসে কোনো বাধা নেই। ওখানে চুমু খাওয়াটা শুধু প্রেমিক যুগলের জন্য উন্মুক্ত নয় বরং কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও তারা পরস্পরকে চুমু খায়। আমরা বহিরাগত মানুষের সংস্কৃতির উপর আমাদের সংস্কৃতি চাপিয়ে দিতে পারি না।’

 

সম্ভবত বেফিকর সিনেমাই হবে বলিউডের সবচেয়ে বেশিসংখ্যক চুম্বন দৃশ্য সম্ভলিত কোনো সিনেমা। শুরু থেকেই জানা যায়, বেফিকর একটি রোমান্টিক ঘরানার সিনেমা। সিনেমার শুটিংও করা হয়েছে ভালোবাসার শহর ফ্রান্সের রাজধানী প্যারিসে। বার্নার্ডো বারটোলুসি পরিচালিত লাস্ট টাঙ্গো ইন প্যারিস সিনেমার ভারতীয় সংস্করণ এটি। 

 

সিনেমার গল্পে দেখা যাবে, রণবীর ও বাণী দুজনেই বেশ স্বাধীনচেতা। এরপর তাদের দুজনের দেখা হয় প্যারিসে। তারপর থেকেই তাদের মধ্যে সম্পর্ক তৈরী হয়। এতগুলো চুম্বন দৃশ্য থাকলেও সিনেমায় বাড়াবাড়ি কোনো অন্তরঙ্গ দৃশ্য নেই বলে জানা গেছে।

 

বেফিকর সিনেমাটির চিত্রনাট্য, প্রযোজনা এবং পরিচালনা করছেন আদিত্য চোপড়া। চলতি বছরের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৬/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়