ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তামিমের কাছে দলের চাওয়াটাই বড়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ১১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিমের কাছে দলের চাওয়াটাই বড়

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে ৮০ রান করেন তামিম ইকবাল। ছবি: ফিরোজ আলম

ক্রীড়া প্রতিবেদক : মারকাটারি ব্যাটিংয়ে শুরু তার ক্যারিয়ার। তবে তামিম ইকবাল এখন নিজের ব্যাটিং স্টাইল পরিবর্তন করেছেন অনেকটাই। বিশেষ করে ওয়ানডেতে। উইকেটে গিয়েই বোলারকে আর তেড়েফুঁড়ে মারতে দেখা যায় না। খেলেন না ঝুঁকিপূর্ণ শট। সেটা অবশ্য দলের চাহিদা মেনেই।

তামিমের কাছে দলের চাওয়া লম্বা সময় ধরে ব্যাটিং করে যাওয়া। তাতে তার স্ট্রাইক রেটও আগের চেয়ে কমে গেছে। তা নিয়ে অবশ্য কোনো ভাবনা নেই বাঁহাতি ব্যাটসম্যানের। তার কাছে দলের চাওয়াটাই বড় বলে জানালেন।

তামিম বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান। ওয়ানডেতে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৮৮ ইনিংসে করেছেন ৬ হাজার ৫৪০ রান। গড় ৩৬.৩৩। স্ট্রাইক রেট ৭৭.৮০। স্ট্রাইক রেট নিয়ে তার কোনো ভাবনা নেই। তাকে নিয়ে দলের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই তিনি খুশি।

‘ক্রিকবুজ’কে তামিম বলেছেন, ‘চাইলে আমি আরো বেশি শট খেলতে পারি না? আমার কি বিপজ্জনক হতে ইচ্ছে করে না? কিন্তু আমরা খেলি দলের জন্য। দলের চেয়ে বড় কিছু নেই।’

 



‘আমি ১৫০ স্ট্রাইক রেটে খেললাম, কিন্তু দল হেরে গেল। তাহলে লাভ কী? কিন্তু আমি ৬০ স্ট্রাইক রেটে খেললাম, দল জিতল, তাহলে আমি খুশি। দল চায় আমি লম্বা সময় ব্যাটিং করি। আমার এই ভূমিকা নিয়ে আমি খুশি।’

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে বেশ সংগ্রাম করতে দেখা গিয়েছিল তামিমকে। প্রথম ৩০ বলে করেন মাত্র ৬ রান। তবে শেষ পর্যন্ত খেলেন ৮০ রানের দারুণ এক ইনিংস। সৌম্য সরকারের সঙ্গে গড়েন ১৪৪ রানের উদ্বোধনী জুটি। নিজের ব্যাটিংয়ের উন্নতির জন্য বাংলাদেশের প্রাক্তন কোচ জেমি সিডন্সকে কৃতিত্ব দিলেন তামিম।

‘আমার ইনিংসটার সবচেয়ে ইতিবাচক দিক হলো যে লড়াই ছেড়ে আসিনি। যখন আটকে ছিলাম, তখন একটা বাজে শট খেলে উইকেট দিয়ে চলে আসতে পারতাম। ফিরে বলতাম যে আজ হচ্ছিল না। এটা করা সবচেয়ে সহজ, লড়াই করে পড়ে থাকা কঠিন। কিন্তু দিন শেষে আপনি ঠিকই দলে অবদান রাখতে পারবেন।’

‘এই শিক্ষাটা আমি পেয়েছিলাম জেমি সিডন্সের কাছ থেকে। তিনি সব সময়ই একটা কথা বলতেন যে, “যেদিন ব্যাটে-বলে ঠিকঠাক হবে না, সেদিন দুটি ব্যাপার করতে পারো- উইকেট ছুড়ে দিয়ে ড্রেসিংরুমে এসে আমাদের সঙ্গে বসে থাকতে পারো অথবা উইকেটে লড়াই করতে পারো”।’



রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়