ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অপো ফোনের ডুয়াল ক্যামেরায় আসছে কোর ফটোনিক্সের প্রযুক্তি

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ২৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অপো ফোনের ডুয়াল ক্যামেরায় আসছে কোর ফটোনিক্সের প্রযুক্তি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিশ্বের চতুর্থ শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো, ডুয়াল ক্যামেরা প্রযুক্তির শীর্ষ লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান কোর ফটোনিক্সের সঙ্গে একটি স্ট্র্যাটেজিক লাইসেন্সিং চুক্তি স্বাক্ষর করেছে।

অপোর স্মার্টফোন ক্যামেরার রোডম্যাপ-সাপোর্টিং হাই অপটিক্যাল জুম ফ্যাক্টরসমূহ, যথাযথ ডেপথ ম্যাপিং, আল্ট্রা-ফাস্ট ডিজিটাল বোকেহ এবং অন্যান্য অত্যাধুনিক ফিচার, যেমন অপটিক্স, মেকানিক্স, কম্পিউটেশনাল ফটোগ্রাফি, ডিপ লার্নিং সহ আরো অনেক ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের লক্ষ্যে অপো কোর ফটোনিক্সের সঙ্গে কাজ করবে।

অপোর হার্ডওয়্যার ডিরেক্টর ড. কিং বলেন, ‘অপোর মূল ফোকাস হলো মোবাইল ফটোগ্রাফি এবং আমরা কোর ফটোনিক্সের মতো শীর্ষ সাপ্লায়ারদের সঙ্গে কাজ করতে সবসময়ই আগ্রহী ছিলাম।’ তিনি আরো বলেন, ‘কোর ফটোনিক্সের পেরিস্কোপ-স্টাইল কনস্ট্রাকশন, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও ইমেজ ফিউশন টেকনোলজি এবং এজ মোবাইল ফটোগ্রাফিসহ ওয়াইড অ্যাঙ্গেল ও টেলিফটো লেন্স সমৃদ্ধ ডুয়াল ক্যামেরাগুলো প্রায় ডিজিটাল ক্যামেরার মতোই কাজ করে।’

কোর ফটোনিক্সের সিইও প্রফেসর ডেভিড মেন্ডলোভিক বলেন, ‘আগামী প্রজন্মের ক্যামেরা প্রযুক্তি নিয়ে অপো টিমের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় আমরা আনন্দিত। মোবাইল ফটোগ্রাফিতে আমাদের ক্যামেরার ডিজাইন ও ইমেজিং অ্যালগরিদমের সুফল মিলবে।’

কোর ফটোনিক্সের সঙ্গে অপো’র গ্লোবাল অ্যাসোসিয়েশন প্রসঙ্গে অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘অপো সেলফি ফটোগ্রাফিকেই সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকে। কোর ফটোনিক্সের সঙ্গে অপোর এই বন্ধুত্বের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরো উন্নত প্রযুক্তি এবং সেবা দিতে পারব বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’  



গ্রাহকদের চাহিদা মেটাতে, স্মার্টফোন প্রস্তুতকারকরা ফোনের বৈশিষ্ট্য ও মূল্যের সঙ্গে কোনো আপোস না করে ব্যবহারকারীদের ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওয়াইড-স্প্যান মাল্টি অ্যাপারচার প্রযুক্তিসমূহের দ্বারা, কোর ফটোনিক্স ক্যামেরা উদ্ভাবনের মাধ্যমে উচ্চকার্যক্ষমতা ইমেজিং সল্যুশন্স-এ নতুনত্ব প্রদান করতে সক্ষম। সর্বনিম্ন একটি ওয়াইড এঙ্গেল অ্যাপারচার এবং একটি টেলিফটো অ্যাপারচারের সমন্বয়ে, বর্তমানে বিশ্বের অনেক জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড এখন এর ক্যামেরা ডিজাইনসমূহ অন্তর্ভুক্ত করছে। ফোল্ডেড ক্যামেরা পদ্ধতিতে আরো উদ্ভাবনসমূহ এসেছে, যেগুলো ক্যামেরা মডিউল উচ্চতায়ও বৃহৎ হ্রাস ঘটিয়েছে। এটি এখনো ৫এক্স অপটিক্যাল জুম, অপ্রতিদ্বন্দ্বী কম আলো কার্যক্ষমতা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করে। ইমেজ কোয়ালিটি এবং সামগ্রিকভাবে ক্যামেরা ব্যবহারকারীর অভিজ্ঞতা বৃদ্ধি করে, এই ক্যামেরার ডিজাইনসমূহ মাল্টি-অ্যাপারচার সফটওয়্যার এবং অ্যালগরিদমসমূহ দ্বারা উদ্দীপ্ত।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৮/ফিরোজ         

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়