ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে থিরিমান্নে, সিরিবর্ধনে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে থিরিমান্নে, সিরিবর্ধনে

ক্রীড়া ডেস্ক : লম্বা সময় ওয়ানডে দলের বাইরে থাকলেও শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন লাহিরু থিরিমান্নে, মিলিন্দা সিরিবর্ধনে, জীবন মেন্ডিস ও জেফরি ভ্যান্ডারসে। ২০১৭ সালের পর তাদের অনেকেই এই প্রথম দলে এসেছেন। তাদের নিয়ে আজ ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

গত অক্টেবরেও শ্রীলঙ্কা ওয়ানডে দলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন দিনেশ চান্দিমাল। কিন্তু এবার তার সঙ্গে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা, অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া, উদ্বোধনী ব্যাটসম্যান দানুসকা গুনাথিলাকা এবং উপুল থারাঙ্গা।

গত মাসে দক্ষিণ আফ্রিকায় শ্রীলঙ্কার হয়ে খুব একটা চমক দিতে না পারলেও দলে জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সি উদ্বোধনী ব্যাটসম্যান অভিশকা ফার্নান্দো। এ ছাড়া বিশ্বকাপ দলে ঠাঁই হয়েছে লঙ্কানদের ওয়ানডে দলের অনিয়মিত মুখ নুয়ান প্রদীপের।

শ্রীলঙ্কা দল:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, কুশাল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশাল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, অভিশকা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়