ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএলে ছয় দল চূড়ান্ত!

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ১০ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপিএলে ছয় দল চূড়ান্ত!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে অংশগ্রহণ করা বরিশাল বার্নাসের ফ্রেঞ্চাইজি আলিফ গ্রুপ এবারো অংশ গ্রহণ করতে এরই মধ্যে গত দুই আসরের যাবতীয় বকেয়া পরিশোধ করেছে। সেই হিসেবে বিপিএলের তৃতীয় আসরের জন্য এ দলটি চূড়ান্ত! এখন শুধু ক্রিকেট বোর্ডের ঘোষণার অপেক্ষায়।

 

এর আগে বিপিএলের পাঁচদল চূড়ান্ত করেছিল বিসিবি। পুরনো দলগুলোর মধ্যে সিলেট রয়্যালস ও রংপুর রাইডার্স বকেয়া পরিশোধ করে বিপিএলের তৃতীয় আসরে ফ্রেঞ্চাইজি পেতে যাচ্ছে। এছাড়া নতুন করে বিপিএলের এবারের আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে বেক্সিমকো গ্রুপ, ডিবিএল ও এক্সিওম টেকনোলজি। পাঁচটি ফ্রেঞ্চাইজি বিসিবির সব শর্ত নির্ধারিত সময়ে পূরণ করে।

 

তবে এবার আলিফ গ্রুপ বরিশালের দল নিয়ে খেলবে না। তারা দল পাচ্ছে সিলেট বিভাগের। নাম পরিবর্তন করে সিলেট সুপার স্টার্স করা হয়েছে। অন্যদিকে সিলেট রয়্যালসের ফ্রেঞ্চাইজি রয়্যাল স্পোর্টিং লিমিটেড কুমিল্লা লিজেন্ডস নামে দল পাচ্ছে।

 

এছাড়া বেক্সিমকো গ্রুপ ঢাকা গ্ল্যাডিয়েটরস, ডিবিএল গ্রুপ চট্টগ্রাম কিংসের দল পেতে ইচ্ছুক।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৫/ইয়াসিন/উজ্জল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়