ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাকিব ও হাসান আলীকে জরিমানা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ২১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিব ও হাসান আলীকে জরিমানা

সাকিব আল হাসান ও হাসান আলী

ক্রীড়া ডেস্ক : বিপিএলে সোমবার মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে সাকিব আল হাসান একটি এলবিডব্লিউর আবেদন করে আম্পায়ারের কাছ থেকে সাড়া না পেয়ে মেজাজ হারান। দৃষ্টিকটূ আচরণ করেন। তখনই দর্শকরা ধরে নিয়েছিল শাস্তি পেতে যাচ্ছেন ঢাকার অধিনায়ক সাকিব।

তাই হয়েছে। আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণের জন্য সাকিবের ম্যাচ ফি এর ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। বিপিএলের বাকি ম্যাচগুলোতে আর ১টি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন সাকিব।

সাকিবের পাশাপাশি জরিমানা করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি পেসার হাসান আলীকেও। সোমবার ঢাকা ডায়নামাইটসের মোসাদ্দেক হোসেন সৈকত আউট হওয়ার পর যিনি যে ভঙ্গিতে মোসাদ্দেককে সাজঘরে ফিরতে বলেন সেটি ছিল ক্রিকেটের স্পিরিট পরিপন্থি। সে কারণে তার ম্যাচ ফি এর ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে ২টি ডিমেরিট পয়েন্ট।

বিপিএলে এর আগে জরিমানা গুনেছেন সাব্বির রহমান, তামিম ইকবাল ও লিটন কুমার দাস। সেই তালিকায় এবার যুক্ত হলেন সাকিব ও হাসান আলী।



রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়