ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রৌমারীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (২২) নামে এক সেনাসদস্য নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী মাহদুদ হাসান প্রিন্স (২২), নাইম (২২) ও জুয়েল (২২) নামে আরও তিন যুবক আহত হন।

নিহত জাকির হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত ৩৬ আর্টিলারিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ জানান, সোমবার দুপুর দেড়টার দিকে রৌমারীর কর্ত্তিমারী বাজার থেকে রাজিবপুর যেতে শিবেরডাঙ্গি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় তিন মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে একটি ট্রলি ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে  রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সেনাসদস্য জাকির হোসেন যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের আব্দুল মমিনের ছেলে। দুই বছর আগে চাকরি পাওয়া জাকির হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত ৩৬ আর্টিলারিতে কর্মরত ছিলেন। সেনাসদস্যের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



রাইজিংবিডি/কুড়িগ্রাম/১২ ফেব্রুয়ারি ২০১৮/বাদশাহ্ সৈকত/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়