ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাভার প্রেসক্লাবের সভাপতিসহ ১৭ জনকে কারণ দর্শানোর নির্দেশ

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভার প্রেসক্লাবের সভাপতিসহ ১৭ জনকে কারণ দর্শানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সাভার প্রেসক্লাবের সভাপতি তুহিন খানসহ ১৭ জনের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার সিনিয়র সহকারী জজ সাভার আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন। আদালতের পেশকার শেখ রিফাত এ তথ্য জানান।

মামলার নথি থেকে জানা যায়, মামলার প্রধান বিবাদী তুহিন খান সাভার প্রেসক্লাবের সভাপতি পদপ্রার্থী। বাদী মিঠুন সরকারও সভাপতি পদে নির্বাচন করতে চান। মিঠুন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলে হারার আশঙ্কায় তুহিন খান অন্যদের সঙ্গে যোগসাজশ করেন এবং মিঠুনকে সাধারণ সম্পাদক পদ ও আজীবন পদ থেকে গত ১৭ ফেব্রুয়ারি বহিষ্কার করেন।

আরো জানা যায়, এরপর বিবাদীরা গত ৫ মার্চ তাড়াহুড়ো করে প্রেসক্লাব নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করেন। এ ঘটনায় বাদী সাভার সহকারী জজ আদালতে গত ৮ মার্চ বহিষ্কারের বিষয় এবং নির্বাচন কমিশন গঠন বেআইনি দাবি করে মামলা দায়ের করেন।

মামলায় বিবাদীদের মধ্যে রয়েছেন প্রেসক্লাবের সহসভাপতি আরিফুর রহমান, সহসভাপতি তায়েফুর রহমান, যুগ্ম সম্পাদক পার্থ চক্রবর্তী ও অর্থ সম্পাদক আসাদুজ্জামান নিয়ামত।



রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৮/মামুন খান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়