ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিআরটিসির বাস ভাঙচুর করল পরিবহন শ্রমিকরা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৩ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিআরটিসির বাস ভাঙচুর করল পরিবহন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় বিআরটিসির বাস ভাঙচুর করেছে পরিবহন শ্রমিকরা।

অঘোষিত ধর্মঘট না মেনে যাত্রী পরিবহন করার অভিযোগে হাটহাজারী থেকে মুরাদপুরের দিকে যাত্রী নিয়ে যাওয়ার সময় শুক্রবার বিকেলে বিআরটিসি’র দোতলা একটি বাস ভাঙচুর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঘটনাস্থলে থাকা বায়েজিদ বোস্তামি থানার এসআই মোহাম্মদ রুবেল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে অঘোষিতভাবে ধর্মঘট পালন করছিল পরিবহন শ্রমিকরা। সকাল থেকে কোনো গণপরিবহন চলাচল না করায় শত শত মানুষ দুর্ভোগের শিকার হয়। এই অঘোষিত ধর্মঘটের মধ্যে বিকেল ৪টার দিকে হাটহাজারী থেকে বিআরটিসির একটি দোতলা বাস যাত্রী নিয়ে মুরাদপুরের দিকে যাওয়ার সময় অক্সিজেন মোড়ে পরিবহন শ্রমিকদের বাধার মুখে পড়ে। এই সময় শ্রমিকরা যাত্রীভর্তি বাসে পাথর নিক্ষেপ ও লাঠির আঘাতে ভাঙচুর করে। খবর পেয়ে বায়েজিদ থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ভাঙচুরকারীরা দ্রুত পালিয়ে যায়।



রাইজিংবিডি/চট্টগ্রাম/০৩ আগস্ট ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়