ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্ত্রীর বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রামে চিকিৎসকের আত্মহত্যা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ৩১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রীর বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রামে চিকিৎসকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন চট্টগ্রামের তরুন চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ (৩৩)। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীর চাঁন্দগাঁও আবাসিক এলাকার নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন । ডা. আকাশের বন্ধু সঞ্জয় শুভ্র  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে স্ত্রীর সঙ্গে থাকা একটি ছবি শেয়ার করে ‘ভালো থেকো আমার ভালোবাসা তোমার প্রেমিকাদের নিয়ে’  স্ট্যাটাস দেন আকাশ। ৪টা ২৬ মিনিটে স্ত্রীর  আরো কিছু ছবি শেয়ার করে এবং স্ত্রীর অন্য পুরুষের সাথে সম্পর্কের কথা উল্লেখ করে আত্মহত্যা করার ঘোষণা দেন তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন ডা. আকাশ। চান্দগাঁও আবাসিকের বাসা থেকে স্বজনরা গুরুতর অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইনসুলিনের সাহায্যে ডা. আকাশ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/ ৩১ জানুয়ারি  ২০১৯/রেজাউল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়