ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অবৈধ ভিওআইপির সন্ধান দিলে লাখ টাকা পুরস্কার

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৩ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবৈধ ভিওআইপির সন্ধান দিলে লাখ টাকা পুরস্কার

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের (ভিওআইপি) অবৈধ ব্যবহার বন্ধে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে সরকার।

 

সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ অনুসারে অবৈধ আন্তজার্তিক কল আদান-প্রদান করা আইনত দন্ডনীয় অপরাধ। এ অপরাধ রোধকল্পে সরকার লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সকল অপরাধীদের পরিচয়/ঠিকানা প্রদান করলে এবং যথাযথ তদন্তের মাধ্যমে এর সত্যতা প্রমানিত হলে তথ্য প্রদানকারীকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার প্রদান করা হবে। তথ্য প্রদানকারীর নাম/পরিচয়/ঠিকানা গোপন রাখা হবে। তথ্য প্রদানকারী সরাসরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যান বরাবর তথ্য প্রদান করতে পারবেন। 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়