ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব সোহরাব

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব সোহরাব

সচিবালয় প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হলেন মো. সোহরাব হোসাইন।

 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

 

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সোহরাব হোসাইন অতিরিক্ত হিসেবে নবগঠিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বও পালন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ করা হয়েছে। এর একটি ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ’, অপরটি ‘কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ’।

 

এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছে মো. সোহরা্ব হোসাইনকে। বাকী বিভাগেও খুব শিগগিরই সচিব নিয়োগ করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করছিলেন সোহরাব হোসাইন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৬/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ