ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী সুপারিশ করবেন যারা

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ১৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী সুপারিশ করবেন যারা

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের নেতাদের হাতেই ক্ষমতা দিচ্ছে দলটি। অর্থাৎ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাই ইউপি চেয়ারম্যানের জন্য প্রার্থী চূড়ান্ত করে তা কেন্দ্রের কাছে সুপারিশ করবেন। কেন্দ্র সে অনুযায়ী প্রার্থীতা অনুমোদন করবেন।

 

এরই মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ভয়াবহ দমন-পীড়ণ ও ভোটারদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার সম্ভাবনা থাকলেও সেই ক্ষুদ্র পরিসর সম্প্রসারিত করার আন্দোলন হিসেবে বিএনপি আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে।’

 

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী জানিয়েছেন, ‘ইউপি নির্বাচনে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই পাঁচ  জন যৌথভাবে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদনের জন্য সুপারিশ করবেন।’

 

তিনি বলেন, ‘আহ্বায়ক কমিটির ক্ষেত্রে উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে এক নম্বর যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও দুই নম্বর যুগ্ম আহ্বায়ক অনুরুপ যৌথভাবে এই পাঁচজন দলীয় চেয়ারম্যান প্রার্থীর জন্য সুপারিশ করবেন।’

 

রিজভী আরো জানান, ‘আহ্বায়ক কমিটিতে যদি যুগ্ম আহ্বায়কের পদ না থাকে সেক্ষেত্রে উপজেলা বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক ও সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে এক নম্বর সদস্য এবং ইউনিয়ন বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে এক নম্বর সদস্য ও দুই নম্বর সদস্য অর্থাৎ মোট পাঁচজন অনুরুপ যৌথভাবে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার জন্য সুপারিশ করবেন।’

 

সুপারিশ করা প্রার্থীরা নির্ভুল নাম এবং ভোটার আইডি নম্বর (ভোটার তালিকা থেকে সংগৃহীত) জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগ্রহ করে মনোনয়নপত্র দাখিলের ৭ দিন পূর্বে অবশ্যই দলটির কেন্দ্রীয় দফতরে পৌঁছানোর জন্য অনুরোধ করেন রিজভী।

 

মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচনের আয়োজন হবে এবার। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার এই ছয়টি ধাপের ভোটের তারিখ চূড়ান্ত করে স্থানীয় রিটার্নিং কর্মকর্তাদের বিস্তারিত তফসিল ঘোষণার দায়িত্ব দিয়েছে।

 

প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।

 


রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়